ইমাম হোসেন নাসিম। যার বিরুদ্ধে শতাধিক মামলা থাকলেও, কখনোই আটক করতে যেয়ে কেউ তাকে খুঁজে পায় না। কারণ, নিজ অফিসের ভেতর গোপন আস্তানা বানিয়ে রেখেছেন। তবে বিধি বাম, ধরা পড়েছেন র্যাবের হাতে।
র্যাব বলছে, শুধু রিয়েল এস্টেট ব্যবসায় প্রতারণা করেই নাসিম কামিয়েছেন ৩০০ কোটি টাকা। দেশে-বিদেশে মেলায় অংশ নিয়ে ঢাকা-কক্সবাজার-কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে জমি-প্লট বেচতেন। কিস্তি বা এককালীন টাকা পরিশোধ করলেও, কেউ কোনদিন প্রাপ্য বুঝে পাননি।
র্যাব জানায়, চতুর এই প্রতারক তিতাসের তৃতীয় শ্রেণির ঠিকাদার থেকে হয়েছিলেন গ্রুপ অব কোম্পানিজের মালিক। এগ্রো ফুড ও বেভারেজ, ইমারত নির্মান প্রতিষ্ঠান, জাহাজ নির্মান, ইঞ্জিনিয়ারিং ফার্ম ও হাসপাতালসহ কমপক্ষে ১৬টি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। তবে এসবের আড়ালে আছে মাদক ও জাল টাকার মতো অবৈধ ব্যবসাও।
রাজধানীর রূপনগর থেকে নাসিমকে গ্রেপ্তারের সময় তার পঞ্চম স্ত্রী হালিমা আক্তারকেও আটক করা হয়। উদ্ধার করা হয়েছে জাল টাকা, ওয়াকিটকি সেট, একাধিক পাসপোর্ট, ১৪শ পিচ ইয়াবা, বিদেশি মদ, ম্যাগজিনসহ বিদেশি পিস্তল।
প্রতারিত হওয়া ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে একটি জরুরি নম্বরে যোগাযোগের অনুরোধও করেছে র্যাব।