পরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক স্কুলের ছুটি বাড়ানো বিষয়টি নিশ্চিত করেন। জানান, করোনা পরিস্থিতির উন্নয়ন না হওয়ায়, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, করোনা পরবর্তি পরিস্থিতির জন্য স্কুলগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে ও জানান সচিব।
করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।
এছাড়া এছাড়া এইচএসসি পরীক্ষা বিষয়ে ডা. দীপু মনি বুধবার (৩০ সেপ্টেম্বর) বলেন, কোন কোন বিষয়ের পরীক্ষা নেয়া হবে সেটি আগামী সপ্তাহে সোম বা মঙ্গলবার ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। সব কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।