স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রের মাধ্যমে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের কম আর ৫ বছরের বেশি বয়সি ও অসুস্থ্য বাচ্চাদের ভিটামিন 'এ' খাওয়ানো যাবে না।
সেই সাথে ভরাপেটে শিশুদের কেন্দ্রে আনার নির্দেশ দেয়া হয়েছে অভিভাবকদের।
অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত ও সব ধরনের মৃত্যু ঝুকি কমাতে ভিটামিন এ কার্যক্রম ভূমিকা রাখছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।