বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে, হুইল চেয়ারে ওয়াহিদা খানমকে হাসপাতালের মূল ফটক পর্যন্ত আনা হলেও; এরপর পায়ে হেঁটেই সিআরপির উদ্দেশে অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি।
তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, ওয়াহিদা খানম এখন সুস্থ। স্বাভাবিক চলাফেরা করতে পারছেন। হাঁটা-চলা, কথা-বার্তা এবং খাওয়া-দাওয়াও করছেন। তবে সামান্য দুর্বলতা আছে। সপ্তাহখানেকের মধ্যে তাও ঠিক হয়ে যাবে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর সরকারি বাসায় ঘাতকদের হাতুড়ির আঘাতে গুরুতর জখম হন, ওয়াহিদা খানম। পরে রংপুর থেকে তাকে ঢাকার নিউরো-সাইন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ঘাতক রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।