বুধবার (৩০ সেপ্টেম্বর) ‘বায়োডাইভারসিটি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ বা ‘টেকসই উন্নয়নের জীববৈচিত্র্য রক্ষা’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিল্প বিপ্লবের ফলে বিশ্বের জীববৈচিত্র নষ্ট হচ্ছে। দেখা দিচ্ছে করোনার মত মহামারি। এ থেকে রক্ষা পেতে হলে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান জানান তিনি। বলেন, বাস্তবায়ন করতে হবে প্যারিস ঘোষণাও।
এ সময় জীববৈচিত্র রক্ষায় বাংলাদেশের নেয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ ২০১৭ সালে জীববৈচিত্র সংরক্ষণ আইন পাশ করেছে।