স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, নতুন ৮ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ১৯৯জনের নমুনায় কোভিড নাইনটিনের উপস্থিতি পাওয়া গেছে। সব মিলে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন করোনা শনাক্ত হলো। নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। সুস্থতার হার এখন পর্যন্ত ৫৬ দশমিক এক আট শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক তিন এক শতাংশ।
মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।