ভারতের নয়াদিল্লির ঐতিহ্যবাহী, জামা মসজিদে ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লী। করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন মুসুল্লিরা। ঈদে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এদিন পশু কোরবানি দেন মুসল্লীরা। পরে ধর্মীয় রীতি মেনে তা বন্টন করা হয়।