রিজেন্ট কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে সরকার। হাসপাতালের লাইসেন্স ও নানা অনিয়ম খতিয়ে দেখতে চালানো হচ্ছে অভিযান।
কিন্তু ২০১৮ সালের পর দেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়নের বিষয়টি ঝুলে আছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১০ হাজার ৯৪০টি আবেদনের বিপরীতে লাইসেন্স দেয়া হয়েছে ৪ হাজার ১৬৪টি প্রতিষ্ঠানকে। পরিদর্শনের অপেক্ষায় ১ হাজার ৫২৫টি। আর আবেদন ঝুলে আছে ৪ হাজার ৫২৬টির।
তবে, বেসরকারি মেডিকেল অ্যাসোসিশেয়ন সভাপতির মতে, লাইসেন্স নয়, সেবাটাই মুখ্য হওয়া উচিত।
নিউজটির বিস্তারিত দেখুন ভিডিওতে-