ঢাকা নিউমার্কেট এলাকা এ ছবি দেখে কারো বিশ্বাস হবে না, দেশে লকডাউন চলছে। সরকার বার বার সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিলেও, তাতে কান নেই কারো।
উল্টো, সন্তানের বায়না মেটানো অজুহাত নাগরিকদের।
সামাজিক দূরত্ব বা ঢাকা না ছাড়ার নির্দেশ মানার বালাই নেই রাজধানীর কোনো বেরোনোর পথে। সকাল থেকেই সে স্থানগুলোয় মানুষের ভিড়। দূরপাল্লার বাস বা গণপরিবহণ না থাকায়, ভাড়া গাড়িতে ঢাকা ছাড়ছেন সবাই।
ভিড় বেড়েছে নৌ-ঘাট ও মহাসড়কেও। মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া কিংবা মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাট। স্থান আলাদা কিন্তু ছবি একই। রয়েছে বাড়ি ফেরা মানুষের চাপ।
পাটুরিয়া-দৌলতদিয়ায় ৭টি আর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে পারাপারে চলছে ১৪টি ফেরি।