channel 24

সর্বশেষ

 • যুক্তরাষ্ট্রে বিক্ষোভ: আটক অর্ধশতাধিক, ওয়াশিংটনে সেনা মোতায়েন

 • করোনায় ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ১ হাজার ২৬২ জনের মৃত্যু

 • করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকিতে দেশের সব বিমানবন্দর

 • রাজধানীতে জেকেজি হেলথ কেয়ার কর্মীদের বিক্ষোভ

 • বরগুনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল চুরিসহ নানা অভিযোগ

 • যমুনা ও তিস্তার ভাঙনে নির্ঘুম রাত কাটাছে নদীপাড়ের বাসিন্দারা

 • ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ

 • বেসরকারি হাসপাতাল মালিকদের কাছে জিম্মি চট্টগ্রামের স্বাস্থ্যখাত

 • করোনা উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১৫ জনের মৃত্যু

 • নেগেটিভ রোগিকে রাখা হয়েছে করোনা ইউনিটে, আগুনে মৃত্যুর পর দেড় লাখ টাকা বিল দাবি!

 • ৮ জুলাই টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফিরছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

 • লালমনিরহাটে বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

 • করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

 • ঢাকা দ. সিটির দুর্নীতি উৎপাটনের হুঁশিয়ারি তাপসের

 • অবৈধপথে বিদেশ পাড়ি; দালালচক্রের কাছে বন্দি জীবন

করোনায় দেশে নতুন শনাক্তের রেকর্ড, ২০ জনের মৃত্যু

করোনায় দেশে নতুন শনাক্তের রেকর্ড, ২০ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে শুক্রবার (২২ মে) থেকে শনিবার (২৩ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৬৯৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২০ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ৪ জন, এবং ওন্যান্য জেলার ১৬ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৫ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন। ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৪৫২ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩২ হাজার ৭৮ জন।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ৯ হাজার ৯৭৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। পূর্বের সংগৃহিত কিছু নমুনাসহ মোট ১০ হাজার ৮৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৭৫টি।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ৪ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৬ হাজার ৪৮৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৮৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৩০৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪১ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৬৯ জন।

যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর