channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

কর্মহীন দেশে ফেরত ৮৭ ভাগ প্রবাসি শ্রমিক; সঞ্চয় ভেঙে কাটছে দিন

কর্মহীন দেশে ফেরত ৮৭ ভাগ প্রবাসি শ্রমিক; সঞ্চয় ভেঙে কাটছে দিন

করোনা সংকটে দেশে ফেরত প্রবাসি শ্রমিকদের ৮৭ শতাংশেরই এখন কোন আয়ের উৎস নেই। নিজের সঞ্চয় যা নিয়ে দেশে ফেরত এসেছেন সেটি দিয়েও চলবে মাস তিনেক। এদের মধ্যে ৫২ শতাংশ শ্রমিক দ্রুত আর্থিক সহায়তা চান। গেল কয়েক মাসে দেশে ফেরত আসা ৫৫৮ জনের উপর জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে ব্র্যাক। শুক্রবার জরিপটি প্রকাশ করা হয় গণমাধ্যমের জন্য।

বৈধ কাগজ না থাকা আর বৈশ্বিক মহামারি করোনার কারেন গেল কয়েক মাসে বাংলাদেশে ফেরত এসেছে প্রায় লাখ খানেক শ্রমিক। তাদের মধ্যে ৫৫৮ জনের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলে ব্র্যাক। সেই জরিপ অনুযায়ী, বর্তমানে ৮৭ শতাংশেরই এখন কোন আয়ের উৎস নেই। ৩৩ শতাংশ শ্রমিক নিজের সঞ্চয় নিয়ে চলতে পারবে আসছে তিনমাস। আর ৫২ শতাংশ বলছে দ্রুত দরকার আর্থিক সহায়তা।

ফিরে আসা শ্রমিকদের প্রতি যেন কোন বৈষম্যমূলক আচরন না করা হয়, তা নিয়ে পাঁচটি পরামর্শ দেওয়া হয় এ জরিপে। একই পরামর্শ দিয়েছেন, অভিবাসন বিশ্লেষকরাও। 

এত কিছুর মধ্যেও শুধু মে মাসের ২০ দিনে প্রবাসিরা পাঠিয়েছেন ১০৯ কোটি ডলার টাকার অংকে যার পরিমান প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা। পরিস্থিতি স্বাভাবিক হলে ছুটিতে আসা শ্রমিকরা আবার যেন কাজে যোগ দিতে পারে, সেই কূটনীতিক চেষ্টা দ্রুত চালিয়ে যাবারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর