channel 24

সর্বশেষ

 • নাটোরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

 • লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ভৈরবে এক মানবপাচারকারী আটক

 • লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: মাদারীপুরে মানবপাচার আইনে মামলা

 • রেকর্ড ভেঙ্গে সবচেয়ে ভাল ফলন ও দাম পাচ্ছেন নওগাঁর লেবু চাষিরা

 • মালিকদের স্বার্থে বাস ভাড়া বাড়ানো হয়েছে: ফখরুল

 • পাবনার চলনবিলে তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমির ধান

 • করোনা নিয়েই বিয়ে!

 • বাজেটে সঙ্কট মোকাবিলার কৌশলই হবে সরকারের নতুনত্ব

 • করোনা নিয়ে দেশে নির্মিত হচ্ছে 'কোভিড নাইন্টিন ইন বাংলাদেশ'

 • করোনা পরিস্থিতি উন্নতির আগে কলেজে ভর্তি নয়: শিক্ষামন্ত্রী

 • গাজীপুরে র‍্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

 • করোনায় বিশ্বে প্রাণহানি ছাড়ালো তিন লাখ ৭১ হাজার

 • করোনায় বদলেছে রাজনীতি, দেশের দুঃসময়ে এগিয়ে দলীয় তরুণ নেতারা

 • গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে আইনি নোটিশ

 • আনলকড দেশ: উপেক্ষিত স্বাস্থ্যবিধি

করোনায় দেশে আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৯৪

করোনায় দেশে আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৯৪

দেশে করোনাভাইরাসে বৃহস্পতিবার (২১ মে) থেকে শুক্রবার (২২ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৬৯৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২৪ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৯, বরিশালে ১ এবং ময়মনসিংহে ১ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৮ এবং মৃত অবস্থায় এসেছে ১ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন। ২৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৪৩২ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩০ হাজার ২০৫।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ৯ হাজার ৯৯৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৯ হাজার ২৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৪১টি।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ৪ দশমিক ১৩ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৬ হাজার ১৯০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২২৫ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৬০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬২ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ২৮ জন।

যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর