রাজধানীর কাকলী এলাকা। ফাঁকা থাকার কথা থাকলেও রাস্তায় অসংখ্য যানবাহন। কেউ যাচ্ছেন হাসপাতালে, কেউ অফিসে। আবার অনেকেই বের হয়েছেন খুবই দরকারি কাজ ছাড়াও। রাজধানী জুড়ে পুলিশের বসানো বেশ কয়েকটি চেকপোস্ট ঘুরে জানা গেলো মানুষের রাস্তায় নামার নানা কারণ।
যেতেই হবে, কিন্তু নেই কোন গণপরিবহন। ফাঁকা পিকআপ ভ্যানটিতে রওয়ানা হয়েছিলেন কয়েকজন মিলে। কিন্তু বাধ সাধে পুলিশ।
সামাজিক দূরত্ব বজায় রাখা, জমায়েত না হতে দেয়ার কাজে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনীও। কিন্তু গত দুদিন মানুষের মাঝে ঢিলেঢালা ভাব চলে আসায় বৃহস্পতিবার তারা আরো বেশি সময় দিয়েছেন রাস্তায়।
সেনাসদস্যরা বলছেন, দরকারি কাজ ছাড়া কেউ বাইরে বেরোলে তাকে ফেরত যেতে হবে। আর নির্দেশনা অমান্য করলে আরো কঠোর হবেন তারা। বৃহস্পতিবার দিনব্যাপি রাজধানীর মিরপুর, মোহাম্মাদপুর, লালবাগ, গুলশান, কারওয়ান বাজারসহ অনেক এলাকায় টহল দিয়েছেন সেনাসদস্যরা।