সোমবার বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, একটি গবেষণা বলছে, করোনাভাইরাসে ৫ লাখ লোক মারা যেতে পারে। এইটা খুবই উদ্বেগজনক।
তিনি আরও সরকারের কোনো সম্মিলিত উদ্যোগ নেই। সরকারি সব হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত, সব হাসপাতালে টিম থাকা উচিত।
এসময় মির্জা ফখরুল বলেন, করোনা আতঙ্কে বেগম জিয়ার শারীরিক বিষয়টা দেখবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তাকে দেখভাল করা হচ্ছে।