বুধবার দুপুর ১টায় ওই রিপোর্ট, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পৌছে দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সিলগালা এই রিপোর্টের ওপরই নির্ভর করছে জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন ভাগ্য।
সংশ্লিষ্ট সূত্র বলছে, উন্নত চিকিৎসায় রাজি হননি বেগম খালেদা জিয়া। কেন তিনি এ চিকিৎসা নিচ্ছেন না, তার ব্যাখ্যা নিয়ে লিখিত বক্তব্য প্রস্তুত করেছেন, তার আইনজীবীরা। আইনজীবী জয়নুল আবেদীন বলছেন, পুরো রিপোর্ট পড়ে, যদি তাদের কাছে সন্তোষজনক মনে না হয়, তাহলে তাকে স্বশরীরে হাজির করার আবেদন করা হবে।
দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলছেন খালেদা জিয়াকে জামিন দেয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।
আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মনে করেন, যুক্তি দিয়ে জামিন করাতে ব্যর্থ খালেদা জিয়ার আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট সূত্র বলছে, এই ইস্যুতে বৃহস্পতিবার আদালত এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা থাকবে।