মাহবুব তালুকদার বলেন, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার ও নির্বাচন ব্যবস্থাপনার পরিবর্তন অপরিহার্য হয়ে উঠেছে। কারণ হিসেবে জানান, নির্বাচনি ব্যবস্থা ব্যর্থ হলে স্বাভাবিক ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ হয়ে যায়, যা কোনোভাবেই কাম্য নয়।
তাই নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিশ্চিত করতে, সব রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে বসার পরামর্শও দেন মাহবুব তালুকদার।