ঢাকার দুই সিটির নির্বাচনের পর আলোচনায় ভোটার উপস্থিতি। এনিয়ে আওয়মী লীগের অবস্থান তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকসহ নির্বাচিত মেয়ররাও।
বনানী নির্বাচনি কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার সংবাদ সম্মেলেনে আসেন ঢাকা উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। বলেন, সবাই এক সাথে কাজ করলে অসম্ভবকে জয় করা সম্ভব।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ অভিযোগ করেন, জয়ের জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই অংশ নিয়েছিলো বিএনপি।
অন্যদিকে ধানমন্ডিতে নিজ রাজনৈতিক কার্যালয়ে দক্ষিণের নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী ওয়াদা পূরণের আশ্বাস দেন।
সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, উৎসবমুখর পরিবেশ থাকলেও; ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ খুঁজতে গবেষণা প্রয়োজন।
এবারের সিটি নির্বাচনকে দৃষ্টান্ত উল্লেখ করে, ভোটার উপস্থিতি কমার পেছনে বিএনপিকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
নবনির্বাচিত দুই মেয়রকে অভিনন্দন জানিয়ে, নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে মনোযোগী হওয়ার আহ্বান জানান ১৪ দলের নেতারা।