channel 24

সর্বশেষ

  • রাজধানীর রায়েরবাজারে ড্রেজিংয়ের সময় ৩ জনের মৃত্যু

  • লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু: বিজিবি

এজলাসে হট্টগোলের জেরে আপিল বিভাগে বসছে সিসিটিভি ক্যামেরা

এজলাসে হট্টগোলের জেরে আপিল বিভাগে বসছে সিসিটিভি ক্যামেরা

এজলাসে হট্টগোলের জেরে এবার সিসি ক্যামেরা বসছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে, যে হট্টগোল হয়েছে, আবারও এমন ঘটনা ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাধীনতার পর সর্বোচ্চ আদালতে এমন সিদ্ধান্ত এই প্রথম।

গেলো বৃহস্পতিবার খালেদার জামিন শুনানি ঘিরে নজীর বিহীন হট্টগোল হয় আপিল বিভাগে। বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোলের মুখে শত শত আইনজীবীর সামনে থমছে প্রায় ৩ ঘন্টা থমকে ছিলো বিচারকাজ। পরে বের হয়ে দুপক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টা দোষারোপ করেন।

এমন বাস্তবতায় আগামী বৃহস্পতিবার আবার খালেদার জামিন শুনানি। যা নিয়ে চাপা উত্তেজনা চলছে সুপ্রিম কোর্টে। আবারও সেদিনের মত অবস্থা হতে পারে। সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন এক সিদ্ধান্ত নিয়েছে। যেখানে দেখা যায় খালেদার জামিন শুনানি ঘিরে আপিল বিভাগে বসতে যাচ্ছে সিসিটিভি। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। সেই সাথে আপিল বিভাগ ঘিরে অ্যাক্টিভ করা হচ্ছে সব সিসি ক্যামেরা।

সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। বললেন, সেদিনের ঘটনার জন্য বিএনপির উচ্ছৃংখল আইনজীবীরা দায়ী। 

আপিল বিভাগে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকনও।

সুপিম কোর্ট সুত্র জানিয়েছে, সিসি ক্যামেরা বসানো হবে সেন্সিটিভ মামলা চলা হাইকোর্ট বেঞ্চেও।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর