ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এখন কর্মী নয়, নেতা তৈরির বিশাল কারখানায় পরিণত হয়েছে। কর্মী উৎপাদন কমে গেছে। আগে দলে কর্মীর সংখ্যা বেশি ছিল, এখন সময় পাল্টে গেছে। এখন নেতার সংখ্যা বেশি হয়ে গেছে। যেসব নেতা নিয়োগ বাণিজ্য করে তারাই কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে।
তিনি বলেন, বিশাল বিলবোর্ড টাঙিয়ে আওয়ামী লীগের নেতা হওয়া যায় না। স্থানীয় নেতাদের নির্দেশ দেন, বিতর্কিতদের দলে টেনে দল ভারী না করার।
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা ও বাগেরহাট-২ এর সংসদ সদস্য শেখ তন্ময়সহ আরও অনেকে।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানকে পুননির্বাচিত করা হয়।