সুপ্রিম কোর্ট। দেশের সর্ব্বোচ্চ আদালত। ন্যায় বিচার চাইতে বাদী বিবাদী সব পক্ষই এখানে আসেন। কিন্তু এখানে বিচার চাইতে এসে পদে পদে আপোষ করতে হয় অনিয়মের সাথে।
মামলার ফাইলিং এভিডেভিড শাখাসহ কয়েকটি শাখার কর্মকর্তাদের ঘুষ, দুর্নীতির অভিযোগ বেশ পুরোনো।
সোমবার প্রধান বিচারপতির কাছে একটি মামলা তালিকায় পেছনে থাকা নিয়ে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল। হতাশা প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রোধ করা যাচ্ছে না। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট সুত্র নিশ্চিত করে অভিযোগ ওঠায় বদলি করা হয়েছে এফিডেভিট শাখার ২০ কর্মকর্তাকে।
সুপ্রিম কোর্টের অনিয়ম রুখতে প্রধান বিচারপতির কঠোর হওয়া নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
মাহবুবে আলম বলেন, যখনই কোনো প্রতিষ্ঠানে কোনো রকম দুর্নীতি ঢুকে যায়, তখন দুর্নীতি রোধের জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয়। এ বদলি তারই একটি অংশ।
এ এম আমিন উদ্দিন বলেন, 'এ বদলিকে স্বাগত জানাই, আশা করি এ পদক্ষেপ চলমান থাকবে'।
এদিকে আপিল বিভাগ অন্য একটি মামলায় বলেন পঞ্চম সংশোধনী নিয়ে রায়ের পর সংবিধান সংশোধন করেছে সরকার। যদিও মুন সিনেমা হলের মালিককে এখনও টাকা না দেয়ার অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ।