সাড়ে তিন মাস বয়সী আরমিন হয়তো এখনো বুঝতে পারেনি, তার মা আর কখনোই ফিরে আসবে না। স্বামী-সন্তান আর শ্বশুর-শাশুড়ি নিয়ে ধানমন্ডি ১৫ নম্বরে থাকতেন মিতা নূর আখতার। দেড় বছরের সংসারে শুরু থেকেই শ্বশুর-শ্বাশুড়ির সাথে নানা কারনে অশান্তি ছিলো নিত্যসঙ্গী। রোববার ঝগড়ার এক পর্যায়ে টয়লেটে গিয়ে গলায় ফাস নেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসে নিহতের স্বজনরাও। ডিএমপি ধানমন্ডি জোনের উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি জানান, নিহতের মা-বাবা ও আত্মীয় স্বজনদের সাথে কথা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তা লিখিত ভাবে জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহতের শ্বশুর কাস্টমস অফিসার এ বি এম এ কাফি ও শ্বাশুড়ি সুরাইয়া বেগমকে অভিযুক্ত করে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মিতা নূরের বাবা।