মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনাসভা শেষে মিছিল নিয়ে হাইকোর্টের সামনে বসে পড়েন নেতা-কর্মীরা। এ সময় রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
এরপর হাইকোর্টের সামনে অবস্থান নেয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রায় পৌনে এক ঘন্টা অবস্থানের পর পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকটি গাড়ি ভাঙচুর করে নেতা-কর্মীরা।