channel 24

সর্বশেষ

 • সার্জিক্যাল মাস্ক উৎপাদন ও বাজারজাত করছে মিনিস্টার

 • ঈদের পর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বাছাই

 • যে ভাবে খুন হন পাঠাও'র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ

 • ২১ নভেম্বর শুরু ২০২২ কাতার বিশ্বকাপ

 • করোনায় সাবেক নৌপ্রধানের মৃত্যু

 • গভর্নর পদে ফজলে কবিরের মেয়াদ বাড়ল আরও ২ বছর

 • দল বদলায়, বদলায় সরকার; কিন্তু সাহেদ-রা থাকে ক্ষমতার বলয়ে

 • সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন, পক্ষে-বিপক্ষে গণস্বাক্ষর

 • শূন্য হাতে এসে বনে যান জাদুর শহরের বনেদি ক্লাবের সদস্য

 • ঈদে গণপরিবহন বন্ধ থাকার খবর নিয়ে বিভ্রান্তি; সিদ্ধান্ত কাল: কাদের

 • সাহেদের হাতে প্রতারিত অনেকের র‍্যাব সদরদপ্তরে ভিড়

 • আশুলিয়ায় করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা

 • চট্টগ্রাম বন্দরের কেমিক্যাল শেডে আগুন

 • মেঘনার ভাঙনে দিশেহারা নোয়াখালী ও লক্ষ্মীপুরের লাখো মানুষ

 • ঢাকা মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে সাহেদ

হোসনা এখন সৌদি আরবের পুলিশ হেফাজতে

হোসনা এখন সৌদি আরবের পুলিশ হেফাজতে

গৃহকর্মী হোসনা আক্তার এখন সৌদি আরবের পুলিশ হেফাজতে রয়েছে। তাকে সৌদি আরবের নাজরান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। হোসনা নাজরানা এলাকার একটি বাড়ি থেকে ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানান।

হোসনার ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর তাকে উদ্ধার করা হয়। তাকে দেশে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটের শ্রম উইং। চিঠির মাধ্যমে শ্রম উইং বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে।

শ্রম উইংয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে গৃহকর্মী হোসনাকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রকাশিত সংবাদে তার পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছ থেকে তার পাসপোর্ট নম্বর এবং বাংলাদেশি এজেন্সির নাম ও ফোন নম্বর সংগ্রহ করা হয়। এরপর বাংলাদেশি এজেন্সির সঙ্গে কথা বলে জানা যায়, হোসনা সৌদি রিক্রুটিং অফিস রুয়াদ নাজরানের (লাইসেন্স নং-৩৯১৮৬১৮) মাধ্যমে তিন মাস আগে সৌদিতে এসেছিলেন। তাদের কাছ থেকে সৌদি এজেন্সির নাম ও ফোন নম্বর সংগ্রহ করার পর তাৎক্ষণিকভাবে কনস্যুলেট নাজরান পুলিশকে বিষয়টি জানায়। এরপর জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি সৌদি এজেন্সির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। সৌদি এজেন্সির সঙ্গে কথা বলে আরও জানা যায়, হোসনা বর্তমানে পুলিশের নজরদারিতে সেফ হোমে রয়েছেন। তাকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কনস্যুলেট প্রতিনিধিও হোসনার সঙ্গে কথা বলেছেন।

সোমবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নজরে আসে। এরপর সৌদিতে সংশ্লিষ্ট দূতাবাসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। ওই নারীর পরিবারের সদস্যদের  দাবি অনুযায়ী তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে জেদ্দা দূতাবাস।

এর আগে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া পঞ্চগড়ের সুমি আক্তার গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে ভাইরাল হয়েছিলেন। সম্প্রতি তাকে উদ্ধার করে দেশে ফেরত এনেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর