নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
চালকদের আর্থসামাজিক বাস্তবতার আলোকে আইনটি সংশোধন করতে নয় দফা দাবি তুলে ধরেন তারা। এতে মধ্যে রয়েছে- জামিন অযোগ্য বিধান বাতিল, সড়ক পরিবহন সংশ্লিষ্ট সব কমিটিতে মালিক-শ্রকিদের অন্তর্ভুক্ত করা।
পাশাপাশি, চালকদের লাইসেন্স পেতে ও রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ করার দাবি জানান তারা। ঘোষণা দেন, ২০ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরিতি।
এরপর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। অবিলম্বের সড়ক আইন সংশোধনের দাবিতে শ্লোগান দেন তারা।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্ণধার ইলিয়াস কাঞ্চনের প্রতিকৃতিতে আগুন দেন শ্রমিকরা। এক পর্যায়ে মিছিল নিয়ে রাস্তায় নামলে তৈরি হয় দীর্ঘ যানজট।
এদিকে, সড়ক আইন সংশোধনের দাবিতে খুলনা বিভাগের ৯ জেলায় বন্ধ রয়েছে দুরপাল্লার বাস। এছাড়া, নওগা, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলায়ও অঘোষিত ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।