channel 24

সর্বশেষ

  • আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য: কাদের

  • সরকারই আদালত অবমাননা করেছে: ফখরুল

  • চট্টগ্রামে মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

  • ট্রাম্পকে অভিসংশনে খসড়া প্রস্তাব তৈরিতে হাউজ জুডিশিয়ারি কমিটিকে স্পিকারের নির্দেশ

  • পেনশন সংস্কারের বিরুদ্ধে ধর্মঘটে অচল ফ্রান্স

দেশে ফিরিয়ে আনা হলো সৌদিতে নির্যাতনের শিকার সুমিকে

দেশে ফিরিয়ে আনা হলো সৌদিতে নির্যাতনের শিকার সুমিকে

ফেসবুক লাইভে এসে নিজের নির্যাতিত হবার বর্ণনা দিয়েছিলেন সৌদিতে যাওয়া নারী শ্রমিক সুমি। তার আকুতি সাড়া ফেলেছিল বিশ্বগণমাধ্যমকে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে স্বামীর কাছে ফিরতে চায়নি বলে, পঞ্চগড়ে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছে ওয়েজ আর্নাস বোর্ড।

ফেসবুক লাইভে বাঁচার আকুতি জানিয়েছিলেন পঞ্চগড়ের মেয়ে সুমি আক্তার। ছমাস আগে কাজ নিয়ে গিয়েছিলেন সৌদি আরবের নাজরান শহরে। গৃহকর্মী হিসেবে গেলেও তার ওপর যৌন নির্যাতনের বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন সুমি।

ভাইরাল হয় তার লাইভ নাড়া দেয় সবার হৃদয়। সাড়া তুলে বিশ্বগণমাধ্যমে। আলজাজিরা, বিবিসি, ডয়েচেভেলে, নিউজিল্যান্ড হেরাল্ড, ফ্রান্স টোয়েন্টিফোরের মতো বড়সড় গণমাধ্যমে সুমির ওপর হওয়া নির্যাতনের কাহিনী তুলে ধরে বিশ্বব্যাপী।

টনক নড়ে সরকারের। পরে প্রবাসীকল্যাণ মনন্ত্রণালয় সৌদি আরবে সুমির নিয়োগকর্তাদের বিরুদ্ধে মামলা লড়ে। শুক্রবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে গণমাধ্যমের চোখ এড়িয়ে পাঠিয়ে দেয় গ্রামের বাড়িতে।

যদিও সুমিকে নিতে বিমানবন্দরে এসেছিলেন তার স্বামী নুরুল ইসলাম। তবে সুমি তার কাছে ফিরতে না চাওয়ায় ক্ষোভ জানান তিনি।

চলতি বছরের প্রথম দশ মাসে এমন ৯৬০ জন নারী শ্রমিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। শুক্রবার রাতে প্রতারিত হয়ে দেশে আসেন ৮৬জন পুরুষ শ্রমিকও।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর