সতীর্থদের হাতে এক মাস আট দিন আগে হত্যার শিকার হয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ। এরপর থেকেই এই হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের ১০ দফা দাবিতে আন্দোলনে নামে শির্ক্ষাথীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চলছিল ক্লাস-পরীক্ষা বর্জন।
এই মামলার অভিযোগপত্র দেবার পরই ক্লাসে ফেরার কথা ছিল শিক্ষার্থীদের। বুধবার তা আদালতে দাখিল হলে, পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে বসে আন্দোলনরতরা।
পরে সংবাদ সম্মেলনে তারা জানান, অভিযুক্তদের চূড়ান্ত বহিষ্কার, আগের র্যাগিংয়ের ঘটনাগুলোর বিচার এবং সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত, একাডেমিক কাউন্সিলে পাসের পরই ফিরবেন শ্রেণিকক্ষে।
ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান জানান, এখতিয়ারের মধ্যে রয়েছে, এমন সব দাবি আন্তরিকভাবে পূরণের চেষ্টা চলছে।