ঢাকা থেকে রংপুর যাচ্ছিলো রংপুর এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন ও ৮টি বগি লাইনচ্যুত হয়। আগুন ধরে যায় সামনের তিনটি বগিতে।
রেলসচিব জানান, রেলের এসি রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উল্লাপাড়া স্টেশনে পয়েন্টে সিগন্যালের ভুলের কারণে এ দুর্ঘটনা।
রংপুরবাসীর দীর্ঘদিনের দাবির মুখে গত ১৬ অক্টোবর ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচ দিয়ে এই ট্রেনটি নতুন করে যাত্রা শুরু করে। এক মাস না যেতেই দুর্ঘটনায় পড়লো ট্রেনটি।