শুনানি শেষে প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। শুনানিতে আদালত গ্রামীনফোনের আইনজীবীকে বলেন আপাতত পাওনার কিছু অংশ পরিশোধ করেন,বাকিটা মূল মামলা নিষ্পত্তির পর সিদ্ধান্ত হবে।
এসময় গ্রামীনফোনের আইনজীবী মেহেদী হাসান চৌধুরী জানান, তারা মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা মোতাবেক ২০০শ কোটি টাকা দিতে পারবেন। যদিও অ্যার্টনি জেনারেল আদালতকে বলেন, পাওনার ৫০ শতাংশ টাকা পরিশোধ করতে হবে। এরপর একটা নিরপেক্ষ কমিটি হবে। যে কমিটি নির্ধারণ করবে বাকি পাওনার বিষয়টি।