channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

বিচাপতির উপস্থিতিতে এজলাসে উঠলো বঙ্গবন্ধুর ছবি

বিচাপতির উপস্থিতিতে এজলাসে উঠলো বঙ্গবন্ধুর ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগেুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙ্গানো শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যেই বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ নিজে উপস্থিত থেকে তার এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো পর্যবেক্ষণ করেন।

গত ০১ অক্টোবর আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো হয়।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ দেশের সকল আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার ছবি টাঙ্গানো ও সংরক্ষনের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

জাতীয় খবর