বিভাগীয় এই সমাবেশ হয় ময়মনসিংহ রেল স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুমতি পাওয়ার পর শুরু হয় প্রস্তুতি। দুপুর থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
দলের মহাসচিবসহ বক্তব্য রাখেন অন্যান্য সিনিয়র নেতারাও। অল্প সময়ের মধ্যে সমাবেশের আয়োজন করে ময়মনসিংহের নেতাকর্মীরা অসাধ্য সাধন করেছে বলে মন্তব্য করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের বিষয়ে বিএনপি নেতারা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের ছোট নেতাদের হাতে এতো টাকা থাকলে, বড়দের হাতে কতো টাকা আছে? তাদের বিচার একদিন জনগণ করবে বলেও মন্তব্য তাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোটা দেশটাকে আজ জুয়ার আসর বানিয়েছে বর্তমান সরকার। এর চাইতেও বড় অপরাধ করেছে ২৯ ডিসেম্বর ভোট ডাকাতি করে। এর জবাব সরকারকে দেবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, চুনোপুঁটি ধরে গন্ধ যাবে না। এ থেকে মুক্তির জন্য নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচনের দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান মির্জা ফখরুলের।
সরকারকে হুঁশিয়ার করে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, এখন থেকে যেখানে বাধা, সেখানেই প্রতিরোধ হবে।