ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
মামলার আরজিতে যুবলীগ নেতা মহিউদ্দীন আহমদ বলেন, তার এই বক্তব্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে।
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নুরুল আলম শাসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে বিক্ষোভ মিছিল এবং কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ।
এর আগে, এক বেসরকারি টেলিভিশনের টকশোতে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ওঠে।