প্রতিবেদন বলা হয়, জাহালমের ৩৩ টি মামলায় যে ১১ কর্মকর্তা তদন্ত করেছিলেন তাদের গাফিলতির প্রমাণ মেলায় বিভাগীয় মামলা করা হয়েছে। সেই সাথে সবগুলো মামলাই পুনতদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তবে এ প্রতিবেদনে কোনো তদন্ত কর্মকর্তার নাম না আসায় তা গ্রহণ করেননি হাইকোর্ট।
শুনানিতে আদালত ১১ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বলেন, সর্ষের মধ্যে ভূত থাকার দরকার নেই। সেই সাথে এই পুনতদন্ত শেষ হতে কত সময় লাগবে তাও জানতে চাওয়া হয়।
আগামী বুধবার যে প্রতিবেদন দাখিল করবে দুদক তার উপর পরবর্তী আদেশ দেবেন আদালত।
সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৩৩টি মামলা করেছিল সংস্থাটি। সেই মামলার চার্জশিটে আবু সালেক নামে একজনকে আসামি করা হয়। কিন্তু আবু সালেক দেখিয়ে যাকে গ্রেপ্তার করা হয়েছিলো তার আসল নাম জাহালম। প্রায় ৩ বছর বিনাদোষে কারাগারে ছিলেন তিনি।
এ নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হওয়ার পর, আদালত নির্দেশে মুক্তি পান জাহালম।