দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে আহবান জানানো হয়, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে এবং রাজধানীতে বিকেল ৩টা থেকে সন্ধ্যার মধ্যে জন্মাষ্টমীর শোভাযাত্রা শেষ করতে হবে। এছাড়া, বিকেল ৩টায় ঢাকেশ্বরী-পলাশী মোড় থেকে বের হওয়া শোভাযাত্রা, হাইকোর্ট, গোলাপশাহ মাজার হয়ে শেষ হবে বাহাদুর শাহ পার্কে।
জন্মাষ্টমী উৎসব সার্বজনীন করতে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রধান প্রধান সরকারি ভবন অলোকসজ্জিত করা হবে।