রবিবার (২১ জুলাই) সকালে ঢাকার সিএমএম আদালতে আবেদনটি করেছেন, আইনজীবী ইব্রাহিম খলিল নামে একজন আইনজীবী। দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
আবেদনকারী আইনজীবী জানিয়েছেন, মামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রিয়া সাহার বক্তব্যকে এরইমধ্যে অসত্য ও বানোয়াট বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের একাধিক মন্ত্রীও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
গেলো বুধবার যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষদের কথা শোনেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বাংলাদেশি নারী প্রিয়া সাহা অভিযোগ করেন, বাংলাদেশে তিন কোটি ৭০ লাখ ধর্মীয় সংখ্যালঘু গুম হয়েছেন।