ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৩তম অধিবেশন থেকে ফিরে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে এ সংবাদ সম্মেলন হয়। এতে উপদেষ্টা বলেন, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করতে ইউনেস্কোকে ভুল প্রতিবেদন দিয়েছিল পরিবেশবাদী বৈশ্বিক সংগঠন, আইইউসিএন।
তার মতে, সর্বাধুনিক প্রযুক্তিতে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় পরিবেশের কোনো ক্ষতি হবে না। বিষয়টি বুঝতে পেরেছে বিশ্বের বিভিন্ন দেশ।