রাত ৮টায় নৈশভোজস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন টেবিলে গিয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় অতিথিরা ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সরকারের মন্ত্রী, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় অধ্যাপক, ব্যবসায়ী নেতা ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা নৈশভোজে অংশ নেন।
জাতীয় সংসদে আজ ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘সমৃদ্ধির পথে বাংলাদেশ : সময় আমাদের, সময় বাংলাদেশের’ শীর্ষক ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৪২ হাজার ৪৭৮.২৭ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়ে এ্যাপ্রোপ্রিয়েশন্স বিল ২০১৯ উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।