জাতীয় প্রেসক্লাবে সরকারের নদী উদ্ধারে সাম্প্রতিক তৎপরতা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
বাপা ও ওয়াটারকিপার্স আয়োজিত সংবাদ সম্মেলনে নদীরক্ষা কমিশনের সদস্য ও বাপার নির্বাহী সদস্য শারমিন মুরশিদ বলেন, দেশের নদীরক্ষায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় নদীরক্ষা কমিশন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এরইমধ্যে ৪০টির বেশি জেলার নদীগুলোর বিশদ বিবরণ পেয়েছে নদীরক্ষা কমিশন।