
রাত ১২টার পরও বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। ছবি: সংগৃহীত
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সব হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টার পর কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে নামেন মাস্টারদা সূর্য সেন হল, মুহসীন হল, রোকেয়া হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
এ সময় ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে টিএসসিতে জড়ো হন তারা। রাত ১২টার পরও বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাবির ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও হলে কমিটি দেয়ার প্রতিবাদে ২ দফায় বিক্ষোভ করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। একপর্যায়ে শুক্রবার বিকেলে রাতের মধ্যে কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়ে আবারও বিক্ষোভ করেন তারা।
আরও পড়ুন: পরিচালকের পদবি না পাওয়ায় পবিপ্রবি শিক্ষকের হতাশা, তালাবদ্ধ অফিসকক্ষ নিয়ে বিতর্ক
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি’ হিসেবে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে উমামা লিখেছেন, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে আমি ও কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। গত বছর ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার সাহস পেয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি।
আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী
ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে হুঁশিয়ারি দিয়ে উমামা আরও লিখেছেন, আজ (শুক্রবার) রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
ই



