ভাষা শহীদের শ্রদ্ধাঞ্জলীতে একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে ওঠে দেশের হাজারো শহীদ মিনার। রক্তস্নাত গৌরবের একুশ কৃষকের ঘাম ঝরানো ফুলে মিশে হয় একাকার। এমন উপলক্ষে ফুল বাগানের সবুজ বৃন্তে হাতছানি দেয় কোটি কোটি লাল গোলাপ।
শুধুই কি গোলাপ? গাঁদা, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকাসহ হাজারো প্রজাতির ফুল চাষ হয় দেশের ২৪ জেলায়। করোনায় অতিমারিতে নি:স্ব হওয়া চাষীরা নতুন করে দেখছেন স্বপ্ন। কেননা উৎসব আয়োজনের সাথে বেড়েছে বিক্রিও।
ক্রেতারা বলছেন, দাম সহনীয় হওয়ায় অনুষ্ঠানের জন্য নিচ্ছেন বাহারি জাতের ফুল।
সংশ্লিষ্টদের মতে, দেশীয় চাষীদের রক্ষা করতে হলে বন্ধ করতে হবে প্লাস্টিকের ফুলের আমদানি। সাথে ফুলের জীবনকাল বাড়াতে নিতে হবে প্রযুক্তির সহায়তা।
দেশে এখন ফুলের বাণিজ্য ১২শ কোটি টাকার।