দেশের সবচেয়ে বড় ভিত্তি বীজ আলু খামারটি পরিদর্শন কালে তিনি আরো বলেন, শিল্পে ব্যবহার যোগ্য আলুর চাষ বাড়াতে কাজ করছে সরকার। এছাড়া বিদেশে আগাম জাতের আলুর চাহিদা থাকায় তা উৎপাদন ও রপ্তানীর পরিকল্পনা করছে সরকার। বলেন এসব আলুর জাত কৃষকের দোড়গোড়ায় পৌছালে একদিকে তারা লাভবান হবেন, অন্যদিকে আয় হবে বৈদেশিক মুদ্রাও।