কমছে ফসলি জমি আর বাড়ছে দালানকোঠা। সবুজপ্রমিরা তাই গাছপালার স্বাদ পেতে ছাদে কিংবা বারান্দায় গড়ে তুলেছেন সবুজ বাগান। চাষ করছেন ফুল-ফলসহ নানান রকমের শাক-সবজি। দিনশেষে যেখানে জমে উঠছে পারিবারিক চায়ের আড্ডা, জোরালো হচ্ছে নিজেদের বন্ধন। আর এই সুখানুভূতিগুলোর উৎস ছাদবাগানকে প্রাণবন্ত রাখতে প্রয়োজন সঠিক পরিচর্যার।
ছাদবাগানকে সঠিকভাবে পরিচর্যার ভিডিও-