সীমাবদ্ধতার ঘেরাটোপে ছন্দপতন স্বাভাবিক জীবনে তবুও দুই চাকার এই সাইকেল সঙ্গী হয়ে ফিরিয়ে আনছে উচ্ছল শৈশবকে।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিতে ভাবনাহীন ছুটে চলা এই বেসরকারি চাকুরিজীবীর। হাতে থাকা মুঠোফোনে সাইকেল শেয়ারিং অ্যাপ জো বাইকের মাধ্যমে খুব সহজেই পৌঁছে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে।
সম্প্রতি রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় চালু হয়েছে জো বাইক সেবা। এর আগে পরীক্ষামূলকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সেবা চালু হয়। নগরবাসীর জীবনকে আরও সহজ করতে যা পুরো শহরে ছড়িয়ে দেয়ার আশা তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর।
সংক্রমণ ঠেকাতে গণপরিবহন পরিহার করে পরিবেশবান্ধব এই যান ব্যবহারের আহ্বান মেয়র আতিকুল ইসলামের।
আলাদা লেনে চলবে সাইকেল। মূল সড়কেই উঠলেই জরিমানা। করোনাত্তোর জীবনেও যা সঙ্গী হবে আশা নগরবাসীর।