বৃষ্টি মানেই যেনো ঘুম ঘোর সকাল, অলস দুপুর, বৃষ্টি মানেই যেনো রোদের ছুটি আর মেঘের উঁকিঝুঁকি। তাই বুঝি ঝুমঝুম জলজ মিছিলে ওঠে স্লোগান, এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরষায়।
টিনের চালে বৃষ্টি, কিংবা সবুজ পাতায় অথবা রঙিন ফুলে মন তো হবেই নষ্টালজিক। বৃষ্টি যখন খোলা জানালার ঝাপসা কাঁচে। হয়তো তখন ভিজে যায় মন, পড়ে থাকে সংলাপ সব হৃদয় গহীণে।
তবু এই অজস্র জলজ ফোঁটা যদি ছুঁয়ে যায় চোখ, কেঁদে ওঠে মন, তবে কণ্ঠ তো উঠবেই গেয়ে। রিমঝিম এমন দিনে, মনেও যে বেজে ওঠে বরষার রিনিঝিনি সুর। শ্রাবণের মন্ত্রে সেই ছন্দও যে জেনে যায় বৃষ্টি।
বৃষ্টি বারতায় ভিজে যাওয়া মনও যেনো হয়ে ওঠে কখনো ডাকপিয়ন, কখনো ডাকবাক্স কিংবা খোলা চিঠি, যে সিক্ততা জুড়ে থাকে চাওয়া-পাওয়ার বর্ষণ। আর তাই বুঝি শেখ ইসতিয়াকের কণ্ঠে মেলাতে ইচ্ছে করে কণ্ঠ অনেকেরই। বলতে ইচ্ছে করে, এলেই যদি কেনো চলে যাবে এখনই তুমি।
দেখুন বৃষ্টি নিয়ে ভিডিও প্রতিবেদনটি-