শহুরে মানুষের দিন থেকে রাত ব্যস্ততার মাঝে কোথাও ঘুরে বেড়ানোর সময় বের করা এক প্রকার বিলাসিতা মাত্র। তবে, ঘুরে বেড়ানো মন ও দৃষ্টি থাকলে কম সময়ে এবং কম টাকায় চাইলে ঘুরে আসা যায় শহুরে জীবনের আশপাশ থেকে। আর এ ঘুরে বেড়ানোর মাঝেই বিস্তৃতি পেতে থাকে দেশের পর্যটনও।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে শহুরে মানুষদের ঢাকা থেকে চাঁদপুর শহরে যাত্রা। যাত্রা বুড়িগঙ্গা নদী থেকে শুরু।
এরপর ধলেশ্বরী, শীতলক্ষা পার হয়ে লঞ্চ উঠে মেঘনায়। সবচেয়ে মন মুগ্ধকর বিষয় প্রকৃতি প্রতিটি নদীকে সাজিয়েছে আলাদা রূপে। প্রতিটি নদীর বাঁকে স্মৃতির পাতায় ধরে রাখার মুহুর্তগুলো নিয়ে আবার ফিরে আসা এ কংক্রিটের শহরে।