
প্রলয়ংকরী ঝড় বা সুপার টাইফুন কং-রে। ছবি: সংগৃহীত
প্রলয়ংকরী ঝড় বা সুপার টাইফুন কং-রে তাইওয়ানের দিকে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে। এতে গোটা দ্বীপটি লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। ফিলিপাইনের ওপর আঘাত হানার পর ঝড়টি দ্রুত শক্তি অর্জন করে প্রলয়ংকরী রূপ নেয়।
কং-রে ফিলিপাইন সাগরের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বুধবার (৩০ অক্টোবর) এটি সুপার টাইফুনে পরিণত হয়। ঘূর্ণিঝড় বিষয়ক জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) এসব তথ্য প্রকাশ করেছে। খবর সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়, অতি শক্তিশালী ঝড়টি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে (প্রতি ঘণ্টায় ১৫০ মাইল) ধেয়ে যাচ্ছে। এটি ক্যাটাগরি-৪ মাত্রার আটলান্টিক হারিকেনের সমান বিধ্বংসী শক্তি অর্জন করেছে। অতি শক্তিশালী টাইফুনটি বৃহস্পতিবার সকালে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের কম জনবসতিপূর্ণ কাউন্টি তাইটুং-এ আছড়ে পড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আরও পড়ুন : স্মরণকালের সর্বোচ্চ দামের পর দ্রুত পাল্টে যাচ্ছে স্বর্ণের বাজার
তাইওয়ানের আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ চু মেই-লিন বুধবার সকালে সংবাদ সম্মেলনে বলেন।, '
টাইফুনটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে, প্রায় গোটা তাইওয়ানে রাতের শেষের দিকে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে যাবে। মঙ্গলবার যখন ঝড়টি কাছাকাছি আসছিল তখন কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) একটি সমুদ্র সতর্কতা জারি করে। বুধবার দুপুর পর্যন্ত, সংস্থাটি দ্বীপটি ৫০ শতাংশের বেশি কাউন্টির জন্য সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে দেখা গেছে, শক্তিশালী ঝড়টি সরাসরি দক্ষিণ-পূর্ব উপকূলে ল্যান্ডফল করার আগে কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু তবুও এটি প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি নিয়ে আসতে পারে।আমরা সবাইকে যথাযথ প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করেছি।' তিনি সতর্ক করে বলেন যখন টাইফুনটি ভূমি স্পর্শ করবে তখন ঢেউ ৮ মিটার উচ্চতায় পৌঁছাতে পারে।
তাইওয়ান কর্তৃপক্ষ পূর্ব উপকূলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে সুপার টাইফুন কং-রের হানা থেকে নিরাপদে থাকতে এবং পর্যাপ্ত প্রস্তুতি নিতে। বৃহস্পতিবার তাইওয়ানের বিভিন্ন স্থানে, বিশেষ করে তাইপেতে, ভারী বৃষ্টিপাত হবে।
তাইওয়ানের সামরিক বাহিনী উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য প্রায় ৩৬ হাজার সেনা প্রস্তুত রেখেছে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-
এম