মহামারীর একবছরে প্রথমবার দৈনিক চার হাজারের বেশি মৃত্যু দেখলো দেশটি। এর আগে গত ৩১ মার্চ তিন হাজার ৯শ’র বেশি মানুষ একদিনে মারা যায়। এই সময়ে দেশটিতে ৮২ হাজার ৮৬৯ মানুষের দেহে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মোট প্রাণহানি ২৮ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।
মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতে গেলো ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ১ লাখ ১৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬৩১ জনের। এর আগে রোববার দেশটিতে শনাক্তের পরিমাণ লাখ ছাড়িয়েছিল।
এদিকে যুক্তরাজ্যে শিশু-কিশোরদের ওপর পরীক্ষামূলক অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করেছে, অক্সফোর্ড। প্রাপ্ত বয়স্কদের মধ্যে রক্তে জমাট বাধাঁর সমস্যা দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত নেয়, অক্সফোর্ড কতৃপক্ষ।