সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোট চলাকালে আরামবাগ, দুররাজপুর, উলুবেড়িয়াসহ একাধিক অঞ্চলে দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। ৮ দফা ভোটের ৪র্থ দফা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল।
তাই নির্বাচনী প্রচারণায়, আজ রাজ্যে পরপর চারটি রোড শোতে অংশ নেবেন, কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপরীতে উত্তরবঙ্গে একাধিক সভায় বক্তব্য রাখবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিকে ভোটের আগে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন।