বৈঠকে ঐক্যবদ্ধভাবে সামরিক জান্তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেশগুলোকে আহ্বান জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গণতন্ত্রপন্থীদের হত্যা আর লাশ গুমের ভিডিও প্রকাশের পর এমন চাপের মুখে পড়ে সেনা সরকার।
৫০ এর বেশি বিক্ষোভকারী হত্যার খবর প্রকাশ হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি, বিক্ষোভকারীদের। শেষ শুক্রবার জান্তা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় আরও এক সু চী সমর্থক। সাথে বিক্ষোভে আহতদের সেবা দেয়া চিকিসৎকদের বিরুদ্ধে চড়াও হতে দেখা যায়, সেনা সরকারকে।