কারাগারের পাঠশালায় চলছে ক্লাস। টিভি পর্দার সামনে মনোযোগী শ্রোতা কয়েদিরা। করোনার প্রকোপে অন্যান্য দেশের মতো গ্রিসেও বন্ধ হয় শিক্ষাপ্রতিষ্ঠান। একই অবস্থা জেলের ভেতরের স্কুলটিরও। তবে, স্কুল শিক্ষক পেটরোর উদ্যোগে মিলেছে সমাধান। সহকর্মীদের সহায়তায় গোটা ক্লাসটিকেই তিনি বন্দি করেছেন বোকা বাক্সে। গ্রিসজুড়ে শিক্ষার্থীদের পাশাপাশি যার সুবিধা নিচ্ছেন আভলোনা জেলখানার বন্দিরাও।
গ্রিসের আভলোনা জেলের পরিচালক পেটরো ডামিয়ানোস বলেন, 'একের পর এক স্কুল খোলার দিন-তারিখ পেছানোয় হতাশ হয়ে পড়ি আমি। তারপরই চ্যানেল তৈরির কথা মাথায় আসে, করিও তাই। এখন জেলের শিক্ষার্থীরা যেমন নতুন কিছু শিখছে, সাথে একরকমভাবে শিক্ষকদের সংস্পর্শেও থাকছে তারা।'
জেলখানার এক কয়েদী জানান, জেলবন্দী জীবনে অন্যদের মতো স্কুল-কলেজে গিয়ে শেখার সুযোগ নেই আমাদের। তবে এই টিভি চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি।
আভলোনা জেলের শিক্ষক নিকোস কারাডোসিডিস জানান, এমন সৃজনশীল চিন্তার পেছনে বাধাও ছিল অনেক। লকডাউনে সবকিছু বন্ধ থাকায় প্রয়োজনীয় সরঞ্জাম পেতে ভোগান্তি ছিল, পাহাড় সমান।
চ্যানেলটির তৈরির জন্য অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। তবে, নিজেদের যা আছে; তা দিয়েই সেরাটা দেয়ার চেষ্টা করেছি। ঈশ্বরের সহায়তায় সফলতা পেয়েছি।
শিক্ষামূলক চ্যানেলটি আরো সমৃদ্ধ করার চেষ্টায় কাজ করছেন পেটারোও তার সহকর্মীরা।