প্রথমে গিসবার্ন থেকে ১৮০ কিলোমিটার দূরে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর কারমাডেক আইল্যান্ডে ৭.৪ ও ৮.১ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প হয়।
এছাড়া আগে-পরে নিউজিল্যান্ড উপকূলে অনুভূত হয় ৫ থেকে ৬ মাত্রার আরও অন্তত ৩৯টি কম্পন। এতে স্থানীয়দের দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয় প্রশাসন।
তবে ভয়াবহ জলোচ্ছ্বাসের শঙ্কা কেটে গেলে নিজ বাড়িতে ফেরার অনুমতি মেলে। ভূমিকম্পে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। অঞ্চলটি থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সবাই নিরাপদে আছেন।